জেলা বীজ প্রত্যয়ন অফিস, সিরাজগঞ্জ হতে বিভিন্ন কোম্পনী/উৎপাদনকারীদের নিকট হতে ২০১৯-২০২০ উৎপাদন মৌসুমের বোরো ধান ফসলের নমুনা বীজ সংগ্রহের তারিখ ১৫ আগষ্ট ২০২০ হতে ৩০ সেস্টেম্বর ২০২০ পর্যন্ত। যেসকল সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান সিরাজগঞ্জ জেলায় বীজ সংরক্ষণ করেছেন সেসকল প্রতিষ্ঠান উক্ত তারিখের মধ্যে ১৪৩৩৮০০০০২০১৭ কোডে ব্যাংকে চালান পূর্বক লট অফার জমা প্রদান করিবেন। লট অফার পাওয়ার পর আপনাদের সংরক্ষণাগার হতে নমুনা বীজ সংগ্রহ করা হইবে এবং নমুনা বীজ গবেষণায় প্রেরণ করা হইবে। উক্ত বীজের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে বাজারজাত করণের জন্য ভিত্তি ও প্রত্যায়িত ট্যাগ প্রদান করা হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস